বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করলেন কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম
কুষ্টিয়া প্রতিনিধি ওয়াহিদুজ্জামান অর্ক
নভেল করোন ভাইরাস থেকে নিষ্কৃতি পেতে নিজ ঘরে অবস্থানের কোন বিকল্প নেই । সেই লক্ষে ব্যক্তিগত উদ্যোগে দিন আনা দিন খাওয়া মুটে মজুরের বাড়ি বাড়ি ঘুরে সচেতনতামূলক একটি লিফলেট একটি ব্যবহার্য মার্ক্স ও ৫ কেজি চাউল কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বিতরণ করে চলেছেন এলাকার মেম্বারদের সাথে নিয়ে তিনি ইতিমধ্যে রানাকোড় কদমতলা এলাকায় ওহাব কবিরাজ মেম্বারকে সাথে নিয়ে উক্ত এলাকায় প্রায় ৪০ জনকে,বটতৈল ইউনিয়নের কবুরহাট দোস্ত পাড়ায় আতিয়ার মেম্বার কে সাথে নিয়ে ৩০ জনের বাসায়, ভাদালিয়া পাড়ায় জামাল মেম্বার সাথে নিয়ে, বরিয়া টাকিমারায় সালাউদ্দিন মেম্বারকে সাথে নিয়ে বাড়ৈপাড়া হুমায়ুন মেম্বার কে সাথে নিয়ে বারুইপাড়া ওয়ার্ডে রহমত মেম্বার কে সাথে নিয়ে, তালবাড়িয়া ইউনিয়নে গোবিন্দপুরে ইয়াছিন রহমান মিশূ কে সাথে নিয়ে তিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে এই চাল বিতরণ করেন আগামীকাল কুমারগাড়া মির্জানগর ও বাড়ৈপাড়ায় চাউল বিতরণ করবেন । চাউল ও মাস্ক বিতরণের এক ফাঁকে কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম বলেন, আমি সামান্য টাকার মানুষ ,আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দেড় লক্ষ টাকা এই মানুষজনকে চাল সহযোগিতা করলাম যেন আমার মতো এই ছোট মানুষের এই সাহায্য দেখে কুষ্টিয়ার অসংখ্য শিল্পপতি আছে তারা যেন একটু মেহেরবানী করে এই গরিব মানুষের দিকে এগিয়ে আসে যে শিল্পপতিরা যেন এই দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসে,প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতে শক্তি শালি করে ।